সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ
আজ জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন সিই সোসাইটি, এর শুভ উদ্বোধন করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. হোসাইন মোহাম্মদ জাকির ।
শুরুতে সিই সোসাইটির পক্ষ থেকে নবীন ছাত্র ছাত্রীদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। উপস্থিত শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
নবীন বরণ উপলক্ষ্যে নিজেদের বিভাগ ও বঙ্গবন্ধু চত্ত্বরকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। সেখানে প্রচলিত সজ্জাশৈলীর সাথে প্রকৌশল বিদ্যার সমন্বয়ে এক অভূতপূর্ব রুপ ফুটে উঠে।
নবীনদের বরণ শেষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ।
সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. হোসাইন মোহাম্মদ জাকির বলেন “ পড়ালেখার পাশাপাশি সহ শিক্ষা বা অতিরিক্ত শিক্ষা গ্রহণ করাও শিক্ষার্থীর দায়িত্ব। স্থাপত্য বিদ্যাকে চাপ হিসেবে না নিয়ে আনন্দের সহিত গ্রহণ করা উচিত। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীগণ নিজেদের উৎফুল্ল ও আনন্দিত করে তোলতে পারে। ”।